এই আশা নিয়ে প্রতিবার আর একটা করে স্টাডি মোটিভেশন দেখো যে এবার হয়তো তুমি এমন কিছু খুঁজে পাবে যার মাধ্যমে তোমার পড়াশুনাতে অনেক বড় একটা পরিবর্তন আসবে বস। পড়াশোনা হোক বা অন্য কোন কাজ যেকোনো কাজই পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের চিন্তা ভাবনাতে কিছু পরিবর্তন আনি। এতকাল সেই কাজটিকে যেভাবে দেখে এসেছি সেই দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন আনি। তাই একজন ছাত্র হয়ে পড়াশোনা কে তুমি যেভাবে দেখো পড়াশোনাকে নিয়ে তোমার যে চিন্তা পাবনাতে যদি কিছু পরিবর্তন আনা হয় তাহলে সেটাই গেম চেঞ্জার হবে। প্রতিবছর পরীক্ষা দিচ্ছি এই ভেবে যে আমাদের নলেজ অনেক বাড়ছে। আর এই নলেজের বিনিময়ে একদিন আমি একটা চাকরি পাবো বস। তোমার এই চিন্তা ভাবনাটা তোমাকে যতই উদ্দুম দেবে তুমি তার দ্বিগুণ উদ্যোগী হয়ে উঠবে এটাকে বদলালে পড়াশোনা করে তোমার নলেজ অনেক বৃদ্ধি হচ্ছে। এটা সবথেকে বড় পাওয়া নয় ভালোভাবে পড়াশোনা করার মাধ্যমে। এই ছাত্র জীবনে তুমি যে মানুষটা তৈরি হচ্ছ ভবিষ্যতের জন্য এটাই সবথেকে বড় পাওয়া পড়াশোনা কে ভালোবেসে যদি সত্যিই তুমি এটার মধ্যে ডুবে যাও


। 

তাহলে তোমাকে পরিপূর্ণভাবে একটি নতুন মানুষ বানিয়ে দেবে কারণ এই বিরাট প্রতিযোগিতায় নিজেকে প্রমান করার জন্য প্রতিবছর তুমি যে পরীক্ষা দেবে পরিশ্রম করবে এ তোমাকে শিখিয়ে দিবে কিভাবে ঘুম কমাতে হয়। কিভাবে কোন জিনিসকে স্যাক্রিফাইস করতে হয়। কিভাবে কোন কঠিন কাজকে সহজ বানাতে হয়। কিভাবে নিজেকে নিজে সামলাতে হয়। এ বছর পরীক্ষাতে তুমি টপ করেছো তো সেই টপারের খেতারটা বড় জিনিস নয় ওটা না তোমার জীবনকে বদলাতে পারবে। না তোমাকে একজন ভালো মানুষ বানাতে পারবে। তবে টপার হওয়ার জন্য তোমাকে যে জার্নি টা করতে হবে ওটাই সবথেকে মূল্যবান একজন মানুষের মধ্যেও যা যা ভালো গুণ থাকা দরকার জীবনে অনেক বড় হওয়ার জন্য তার মেন্টাল হেলথ যেমনটা দরকার সেই সব কিছুই তোমার মধ্যে এসে যাবে এই টপার হওয়ার জার্নিতে হয়তো আজ পড়াশোনাটা তোমার কাছে একটু বোরিং লাগে তুমি একে এড়িয়ে চলতে চাও। তবে পড়াশোনা ছাড়ার পর সারা জীবন তোমাকে কর্ম করেই খেতে হবে এটাকে তো তুমি এগিয়ে যেতে পারবে না তাই তুমি যদি উচ্চ পদটিতে বসতে চাও ১০ জনের একজন হতে চাও। সবার সেরা কোন কাজ করতে চাও তাহলে তোমার অস্ত্রতে ভালো মন্দধার থাকা চাই। আর আজ এই ছাত্র জীবনে যদি পড়াশোনা কে ভালোবেসে এখানে নিজেকে প্রমাণ করতে পারো তাহলে তোমার অস্ত্র আগে থেকে ধার দেয়া থাকবে তুমি মাঠে নেমে খেলা শুরু করতে পারবে তাই সামনের এ কটা বছর এতটাই জমিয়ে পড়াশোনা করো যাতে পড়াশোনা ছাড়ার পর তোমার দুনিয়াটাই বদলে যায়। সিচুয়েশন বদলে যায় ক্যারেক্টার বদলে যায় ডেসটিনি বদলে যায় তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি অ্যান্ড ওয়ান সেকেন্ড এগেইন দিস ইস ইওর অক্সিজেন মোটিভেশন। তোমাদের মোটিভেশন এর ঠিকানা আর আমি তোমাদের কেউ হ্যাঁ হয়তো কেউ।