পৃথিবীর শতকরা প্রায় ৯০ ভাগ মানুষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ অর্জন করতে ব্যস্ত হয় জীবনে সফল হতে সফল হওয়ার উপায় যেমন জানতে হবে তেমনি জীবনে ব্যর্থতা কেন আসে এটাও আপনাকে জানতে হবে সাফল্যের আগে ব্যর্থতা আসবেই এটাই স্বাভাবিক তাই সাফল্যের

উপভোগ করার আগে আপনার ব্যর্থতাকে জয় করা শিখতে হবে আপনি কি জানেন পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তিরা কখনোই একবারে সফল হন নি তারা জীবনে বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন

কিন্তু এই ব্যর্থতা তাদের স্বপ্নপূরণ করার লক্ষ্যএ কখনো বাধা হতে পারেনি তাই ব্যর্থতার কারণ জানা জরুরী

যদি আপনি জীবনে সফল হতে চান ব্যর্থতার কারণগুলো জানা থাকলে জীবনে যেকোনো ক্ষেত্রে ব্যর্থতা এড়ানো আপনার জন্য সহজ হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক মানুষের জীবনে ব্যর্থতার কারণগুলি কি কি? শৃঙ্খলার অভাব

যার মধ্যে শৃঙ্খলা নেই তার জীবনে ব্যর্থতা অনিবার্য যেকোনো ধরনের সাফল্যের জন্য আপনাকে সুশৃংখল হতে হবে। আপনি যদি পড়াশুনায় ভালো ফল করতে চান আপনাকে নিয়মিত পড়তে হবে


ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে নিয়মিত গুছিয়ে কাজ করতে হবে শৃঙ্খলার কোনই বিকল্প নেই যার মধ্যে এই জিনিসটা আছে সে কোন কাজই দীর্ঘ সময় ধরে মন দিয়ে করতে পারেনা যদি আপনি ঠিক করেন সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত প্রতিদিন পড়াশোনা করবেন তবে যে কোন মূল্যে আপনাকে তা করতে হবে,, রুটিন ব্রেক করা যাবে না

সুশৃংখল মানুষদের প্রধান গুন হলো সময়ের কাজ সময়ে করা পৃথিবীর সকল সফল মানুষ সময়ের মূল্য বোঝেন আপনি যদি সময়কে মূল্য না দেন তবে সময়ও আপনাকে মূল্য দেবে না 


আলস্য ঢিলেমি কাজ ফেলে রাখা এগুলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু সহজে হাল ছেড়ে দেওয়া এই সমস্যার কারণে অনেক প্রতিভাবান এবং বুদ্ধিমান মানুষ ও জীবনে ব্যর্থ হন আপনার যতই বুদ্ধি আর প্রতিভা থাকুক না কেন দিন সব সময় এক রকম যাবে না যেকোনো সময় আপনি ভালো পারফর্ম করবেন আবার কখনো বা পারফরম্যান্স ভালো হবে না কখনো কাজ করে ভালো ফল পাবেন আবার কখনো পাবেন না

কিছু মানুষ আসার চেয়ে খারাপ ফলাফল পেলে ধরে নেয় তাদের দ্বারা আর হবে না তারা আর চেষ্টাই করেনা এই অভ্যাসটা মানুষকে ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থ করে দেয় কোন জিনিসের শেষ না দেখেই তাকে শেষ বলে ধরে নেন এটা এক ধরনের মানসিক পঙ্গুত্ব তাই হাল না ছেড়ে অনুশীলন এবং শিক্ষা চালিয়ে গেলে এক সময় আপনি কাঙ্ক্ষিত সাফল্যের দেখা অবশ্যই পাবেন ঝুঁকি নিতে অতিরিক্ত ভয় পাওয়া যেকোনো ব্যাপারে হিসেব করে সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু যারা অতিরিক্ত নিরাপদ থাকতে চান এবং একটু ঝুঁকি দেখলেই কোন কিছু থেকে পিছিয়ে আসেন তারাও বেশিরভাগ সময় ব্যর্থ হন যদি সত্যিই বড় ধরনের সাফল্য পেতে চান তাহলে আর সবার মত হলে চলবে না স্রোতের বিপরীতে চলার সাহস রাখতে হবে ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে সবাই যে পথে চলছে সেই পথে চললে সবাই যেখানে পৌছাবে আপনিও সেখানে পৌঁছাবেন মানুষ কি বলবে এটা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দেবেন না বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় ঝুঁকি নিতেই হবে


আজ যারা আপনাকে নিয়ে কথা বলবে কাল সাফল্য পেলে  তারাই আপনার প্রশংসা করবে স্বপ্ন পূরণের  জন্য যদি প্রচলিত ধারার বাইরে যেতেই হয় তবে সেই ঝুঁকি টুকু নিন

হালদা ছেড়ে এগিয়ে গেলে দিন শেষে আপনি বিজয়ী হবেন সফল হওয়ার জন্য শুধু লক্ষ বা ইচ্ছা থাকলেই যথেষ্ট নয় সেই লক্ষ্য পূরণের জন্য যথাযথ পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনা ছাড়া আপনার স্বপ্ন বা লক্ষ্যে দিবা স্বপ্নের চেয়ে বেশি কিছু নয় আপনার পরিকল্পনা নিখুঁত হওয়ার প্রয়োজন নেই


এমন কোন নিশ্চয়তা নেই যে আপনি যেভাবে পরিকল্পনা করবেন সেভাবে সবকিছু হবে কিন্তু পরিকল্পনা থাকলে আপনার হাতে একটা রুটম্যাপ থাকবে এটা আপনাকে সত্যিকারের কাজ করার জন্য অনুপ্রািত করবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে করতে যদি কোন ভুল হয় তবে সব সময় আপনি তা শুধরে নিতে পারবেন আর যদি কোন পরিকল্পনা না থাকে তাহলে কিছুই না করে হাত-পা গুটিয়ে বসে থাকবেন  যার ফলাফল অনিবার্য ব্যর্থতা অতিরিক্ত ব্যর্থতার ভয় মানুষকে কাজই শুরু করতে দেয় না ব্যর্থতার অতিরিক্ত ভয়ের কারণে মানুষ জীবনে অনেক সুযোগ নষ্ট করে ফেলে কারণ তারা চেষ্টাই করেনা এটা হল সবচেয়ে বড় ব্যর্থতা চেষ্টা করলে হয়তো সাফল্যের সম্ভাবনা দশ শতাংশ আর ব্যর্থতার ভয়ে পিছিয়ে গেলে ব্যর্থতার সম্ভাবনা ১০০ শতাংশ সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাই হলো ব্যর্থতার ভয় এটা মানুষকে ভেতর থেকে চরম আকারে দুর্বল করে দেয় বড় সাফল্যের মাঝে,, মাঝে মাঝে হোঁচট খেতেই হবে কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না ব্যর্থতাকে কখনোই ভুলের  শাস্তি হিসেবে দেখবেন না এটাকে সামনে এগোনোর শিক্ষা হিসেবে দেখুন


ব্যর্থ হওয়ার পর দ্বিগুণ উৎসাহের নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যান মানুষের জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু সেই ব্যর্থতাকে এড়িয়ে কাজ করে যাওয়া মানুষই দিনশেষে সফল হন ব্যর্থতার স্বাদ না নিয়ে কেউ সফল হতে পারেনা ব্যর্থতা গুলোকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাওয়াই সফল হওয়ার সত্যিকার উপায়